বাংলার বুকে আর কত খুন!
আর কত শোক এই ভবে?
কত জন আর ঢালবে জীবন!
কত অভাগা প্রাণ দিবে?


ফেলানী আমার বোন ছিলো যে
ভুলে গেলে আজ সবে!
সাড়ে চার ঘন্টা ঝুলেছে বিঁধে
কাঁটাতারেই প্রাণ যাবে?


হায়েনার ওই রক্ত পুকুর
কত ফুলে ভরবে তবে!
কবে আমার  বিক্ষত মন
বিচার দেখে শান্তি পাবে?


দশবছর পারায়ে গেল
কোন সে কবে বিচার হবে!
ফেলানীর মা কেঁদে মরে
আর কত কাল দেখবে সবে?


কার কথা কারেই বলি
কাকেই বলি বিচারে যা,
দেখবে কে আজ?দেখবি ওরে
বাংলার আজ; বুকেতে ঘা।