সেই সকালে মন কোণেতে
স্বপ্ন এঁকে তুমি,
উধাও হলে ভর দুপুরে
চাতক পাখি আমি।


আমি চাইনি জোৎস্না ফুল
চাইনি কিছুই নামি,
চেয়েছি ওই হাত দুটি যা
সূর্যের চেয়ে দামি।


দামি তুমি আমার কাছে
চারদিকে যা আছে,
মিথ্যে মেকি সব যে বটে
ঘুরছে পিছে পিছে।


পিছে সামনে চারদিকেতে
ভুলেতে সয়লব,
ভালো থাকার নাটক দেখো
করছে কলবর।


কলরবের ভিড়ে আমি
খুঁজি তোমায় ভবতে,
সেই যে গেলে ভর দুপুরে
ফিরলে না আর সন্ধাতে।