বেদ্বিনের সাথে কেমন করে
মদদ তুমি করো?
ধিক তোমায়,শত ধিক ওরে
ঘৃণা আরো আরো।


কেমনে তুমি বন্ধু বল?
যে চুষে খায় রক্ত,
তাকেই বল সুস্বাগতম!
তুমি তারই ভক্ত?


শ্রদ্ধা নয় ঘৃণা আমার
ঘৃণা তার জন্য,
তার সাথেই আঁতাত করে
ভেবেছ নিজেকে ধন্য!


আমার ভায়ের রক্তে ভিজে
যে করে স্নান সন্ধা সকাল।
আমি তাকে বন্ধু বলিনা
মরতে হলে, মরবো অকাল।


বিপ্লব জানিনা,বিপ্লব বুঝিনা
জানিনা প্রতিবাদ।
সত্যি প্রকাশে চলুক কলম
আসুক যতই ফাঁদ।


স্বজনের রক্তে ভিজে আজো মন
কেমনে জানাই সাধুবাদ!
খুনিকে আমি ঘৃনা করি
জানিনা প্রতিবাদ।