কাঁটা বিঁধে মনের পরে
রক্ত বেমানান,
বিধঁছে বিধুক; মনই সেতো
শরির হলেই পত্তি লাগান!


কষ্টে ভিজে, দোহনে পুড়ে
কাঁদছে মন, আরো কাঁদুক।
বেখেয়ালি মনের শাস্তি
অগ্নি মাঝেই পুড়ে মরুক।


জগতের সব অন্ধ বিশ্বাস
এই আতসেই ভষ্মে ভাষুক,
এই আনলে পুড়ে পুড়ে
একলা সে যে আবার জানুক।


ধোঁয়ায় মাড়ুক , জীবন উড়ুক
শেষ নিঃশ্বাস! হাওয়াই চুষুক,
নিজেই খুনি!
নিথর দেহে সাগরে ভাষুক।


উড়ুক,পুড়ুক,মরুক সে যে
আপনার হয়ে অন্য ভাবে।
আপন মাঝে থেকে থেকে
মন কবে যে উড়তে পাবে?


কাঁটার আকাশে ঘুড়ি উড়ুক,
ঘুড়ি নয় সে মন ফুড়ুক।
লাগামওয়ালার লাগাম ছিঁড়ুক;
শরীর নয় সে "কাঁটা বিঁধুক"।