আমি বোধহয় মারা গেছি,
এই যে তুমি নেই_কেউ নেই।
বোধহয় মৃত্যুকে পেয়ে গেছি,
খুব একা, ভালো নেই।


মস্তিষ্কে শুধু মৃত্যুর গান
সেরিন এখনো করিনি পান_
যে জহর ফেলেছিলাম তোমার জন্য,
তাই আজ আমার খুব_খুব প্রিয় খাদ্য।


তুমি কেমন আছো জানার জন্য
তোমার কাছে যেতে হবে_
আমার যে যাওয়ার সাধ্য নেই,
শুনেছি মৃত্যুর পর ছুটির দিনে_
যেখানে ইচ্ছা যাওয়া যায়_
তখন তোমার কাছে যাব,
কেমন আছো দেখতে যাব।


আমার তিব্র ইচ্ছা পূরণে_
সেরিনের বিকল্প তোমার জানা আছে ?
থাকলে বল,
ভীষণ কষ্ট হচ্ছে_ভয় হচ্ছে_
যদি তুমি আবার কষ্ট পাও পিছে।।