আর কত কাল পাগলের মত
ঘুরবে আমায় বল,
আর কতক্ষন ঘুমোবে শুনি
চোখটা এবার খোলো।


তোমার পানে তাকিয়ে থাকি
রাত্রি করি ভোর,
চোখ সরাতে ভয়ে কাঁপি
নিয়তির কি ডোর!


অগোছালো আজও তুমি
বেখেয়ালি মন,
তাকিয়ে দেখ পাগল আমার
সেজেছে ত্রিভুবন।


যখন যেথায় মন চলে যায়
ছুটছো নিরুদ্দেশ,
একটু নিজের খেয়াল রেখ
ছুটেই চলো, বেশ।


অভ্যাস নয় যত্ন নেওয়া
আজও তোমার প্রিয়,
আমার কথা ভেবেই না হয়
নিজের যত্ন নিও।