ছাড়তে চাই আমা সেখানে
যেখানে,
রাত পোহালেই রাঙা ধুপ,
ভেসে আসে সুর পাখিদের।
আর দখিনা মারুতে
শোঁকান উটকা ফুলের।
দুপুর গড়াতে যেথায়
ভরে জীবনে তটিনী,
ধেঁয়ে চলে ডিঙ্গা
তুলে বাদাম বেগুনী।
গোঁধুলি নামবে যখন
বিজড়িত হবে পতত্রী,
সীসেরঙা খগোল
ঘোরাত্ত অনুরণন স্মৃতি।
উষসী হতেই
গর্দা দীপক জ্বলে,
একটু ঢঙে
উপরিতে পক্ষধর চলে।
মর্মের সালিসে খাঁজ কাটা
নিরুপিত উর্বী।
কল্পস্বর্গের বস্তুতন্ত্র
যেন পরক ক্ষৌণী।।