যেমনি আজ সরছে বেলা
যে ভাবে যায় রাত,
পংশু বোঝা ঢের বেড়ে অব
অচর হয়েছে মাত।


গৃধ্র,শ্ব বিদ্রুপে মোরে
আন্দাজ আমা তাই;
পাতকের যদি পড়েন থাকত
গৃবা- ধ্রুব চূর্ণ হত ভাই।


আমার রচক যে সুরতি মহান
পরক করে নি তবু ও_
অবাধ্যতার বেহদ্দ চৌহদ্দি
অতিক্রান্ত যদি ও।


জানি,সেতো রহমান
রাহীম।
ওগো!
আমার পাপ যে অসীম।


জানিনা এত গুনার পরে!
থুম কি আছে রবের তরে।


এই অধমে চায় না খোয়ার
প্রভুর সমীপে চায় নিস্তার।।


প্রভুর সমীপে,


প্রভুর সমীপে,
চাই যে রেহাই।
নির্দয় নিরয়ে
না যেতে চাই।।