আমাগে কুনার পাশের কুনা
পুওরির পাড়ে,
রইশ্যে বুড়োর দুই মাইয়ে নয়ে
বউডা থাহে গরে।


বউডা তার দ্যায়ছা মুটা
সকিনা তার নাম,
রইশ্যে থাহে মাদারিপুর
ইটির ভাটায় কাম।
দুইদিন পর পর বউডা তার
নয় এট্টু তার নাম।।


নাম নলিই নুড়ায় আসে
ইটির ভাটা দে,
বউডা তার মহা খুশি
রইশ্যেরে পাইয়ে।।


রইশ্যেরে দেহে বউডা কয়
দাঁড়াও রাস্তার পরে,
সাবান পানি দিয়ে নাইয়ে তয়
আসবা অচ্ছে গরে।।


মাইয়্যে দুইডেরে থুইয়ে আছি
আনোবু গে ঘরে,
করোনার ভয়তে বাঁচিনা
দেখছি চ্যারে তুমারে।


দুইদিন থাইয়ে রইশ্যে কয়
যাই এইবার কামে,
মনে পড়লি দুইদিন পরে
দেকতি আসফো তুমারে।‌।


বউডা শ্যান্যে চিল্লেয় কান্দে
কাইন্ডে দিয়ে কয়,
দাঁড়াও এট্টু খাইয়ে যাও
কুড়োর ছালন থুইলাম খুরায়।


না না
এন্যে আর খাবো না আমি,
দুহোর সুমায় মাইয়ে দুইডে
নয়ে খাইয়ে আনে তুমি।।


দাঁড়াও এট্টু রান্নাগর দে
নইয়ে আসি আতা,
একখান গোস্ত খাইয়ে তুমি দিয়ানে আটা।।


কাপই তা পাচ্ছি না কাকফা
কি দিয়ে চুল,
শাটের বুতাম ছিড়ে গেইছে
না কইয়ে এরিছো বুল‌‌।


আমি এই আটা দিছি
থাইয়ো তুমি বালো ,
রইশ্যের বউ কাইন্দে দিয়ে কয়
বরডা আমার গ্যালো।।।


জানিনা কেমন হলো....!!
হাস্য রসিকতায় আমারই গ্রামের ভাষায় আমার দেখা এক রোমান্টিক হ্যাপি কাপল নিয়ে লিখলাম একটু খানি;নুন আনতে পান্তা ফুরিয়ে যায় তবে কমতি নাই তাদের ভালবাসার…ভালো থাকো এভাবে আজীবন..এই ভালোবাসায় যেন কমতি না হয়... তোমাদের ভালোবাসা দেখে ভালো থাকি আমরা ও 💞