একসাথে পথ চলা হলো কিছুদুর
পথ না শেষ হলো_
আমার যে পথ ফুরালো!
ভুল ত্রুটি  ক্ষমা করো,হে পরার্থপর।


ইচ্ছায় নয়, অনিচ্ছায় যত
দিয়েছি কষ্ট শত।


ভুলে যাও ওগো প্রিয়
শূলানী সব,
বিদায়ের ক্ষণে আর
দিও না গো শাপ।

ভুলে যাও বন্ধু আমায়
সুখস্মৃতি দেয়নি তোমায়।
নির্মম বড়ই ছিল;যা দিয়েছি,
কাঁটার বদলে আমি ফুল পেয়েছি।


ভুলে যেও বন্ধু আমার,
মনে যদি রাখো মোরে
কিরূপে অসুর বাঁধব ডোরে?
অসুর ই যে চীরসাথী সখীর তোমার।


অসূরেতে সুর খুঁজে পাই,
পথের কাঁটা আজি ফুল মনে হয়।
বিদায়,
ভুলে যেও বন্ধু আমায়।


নীহারাবৃত ভোরে
অতিথি ডাকবে শাখে_
তোমাদের অনুরঁজন
উঁকি দিয়ে যাব দেখে।