মন খারাপ হয় নিজের কাজ ঠিকঠাক করতে না পারায়। নিজের ইচ্ছা পূরণ না হওয়ায়।


মন অশান্ত হয় দ্বিধায়। অনিশ্চয়তায়।


কোথায় গিয়ে অভিযোগ করব?
কাকেই বা করব দোষারোপ?


ক্ষমতাহীনের আছে কি কোথাও আশ্রয়?
স্বেচ্ছাচারের ইচ্ছার প্রতিফলনই নাগরিকের অধিকার।


নাগরিক অপমানিত হয় ন্যায্যতার কথা বলায়।
নাগরিক নিষ্পেষিত হয় সততায়।


নাগরিকের ঘাম বৃথা যায় সিন্ডিকেটের থাবায়।


ঘাম নাকি কারও সাথে প্রতারণা করেনা?


তবে কি কৃষকের ঘাম ঘাম নয়?
রিক্সাচালকের ঘামের কি কোন মূল্য নেই?
মূল্য নেই কি ইটভাঙা মজুরের?
তাঁরা কি ঘামে নি?
ঘাম কি তাদের সাথে ছলনা করেনি?
করেনা?