আমি কি জন্মেছি ভুল দেশে?
যে দেশে উন্নয়ন হয় মন্থর গতিতে
আর দুর্নীতি হয় চোখের পলকে?
ক্ষমতা, গদি দখল, প্রভুত্ব অর্জনের চেষ্টায়-
রাজপথে বহে লোহিত কণিকার ধারা,
বাতাসে ছড়ায় টায়ার, যানবাহনের পোড়া কালো ধোয়া
ব্যান্ড-পার্টি, ঢাক-ঢোল, করতালের বিপরীতে ককটেল, গ্রেনেড, শ্লোগানের বিকট-কর্কশ ধ্বনি বাজে!
সন্ধ্যা আরতি হয় চোখ, নাক, বুক জ্বালা করা টিয়ার গ্যাসের কার্যকরী ধোঁয়ায়,
কারফিউ জারির সাথে সম্পন্ন হয় হরতাল-মিছিলের উৎসব।

শিক্ষার নামে ভুঁড়ি ভুঁড়ি সার্টিফিকেট-মার্কশিট!
বুকশেলফ-টাংক ভর্তি ধুলা মাখা বইয়ের ভাগাড়
প্রশ্ন তো থাকেই,
বই কিনবেন চড়া দামে, কেজিতে নয় প্রতি পিস গুনে গুনে
বিক্রির সময় দশ থেকে পনের টাকা দরে, চালান যেন একভাগও ফেরত না আসে।
বিশ বছর শিক্ষার সাথে লক্ষ লক্ষ টাকার বিনিময়, সাথে মস্তিষ্কে পুঁথিগত বিদ্যার গুছানো সমাহার,
পেশাগত জীবনে দুজনে সিকিভাগ উপকারে না আসে
আমি কি জন্মেছি ভুল দেশে?