শোনো সকল শত্রু দেশের হানাদার,
বাংলাদেশ পরাধীন হবে না আর।
স্বাধীনতা সকল বাঙালির অঙ্গীকার!
হও সাবধান সকল গিরগিটি-হায়নার দল!
রক্ত বাঙালির কাছে রক্ত নয়, এতো শুধু জল,
বাঙালি রক্ত দিতে পারে, "রক্ত বন্যা" বহাতেও পারে।


ষড়ঋতুর বাংলাদেশে সাতশত নদী প্রবাহমান,
ভিন্ন ধর্ম, বর্ণ, গোত্র বিশিষ্ট ষোলো কোটি মানুষ-
এমন মিলেমিশে থাকে, বিশ্বের অন্য কোন দেশে?
বাংলায় পালিত হয় মানবধর্ম, নিজ পরিচিতি স্বধর্মে,
হিংসার অনল নিভিয়ে, বাংলার ঐতিহ্য গড় স্বদেশে।


পণ্য-দ্রব্য আমদানি-রপ্তানির অবরোধ বাঙালি মানে?
করোনা, ডেঙ্গু, ডলার রিজার্ভ, মহামারি, দুর্ভিক্ষে-
বিশ্ববাসী যখন ক্ষুদার্থ, পীড়িত, অসুস্থ, ভীত,
বীর বাঙালি তখন মাছ-ভাত খেয়ে-
স্বদেশ-প্রবাসে শ্রমের ময়দানে যুদ্ধ করে।


সকল হায়না বাহিনী চিন্তিত, নিদ্রাহীন একটি কারণে
বাঙালি এখনও কেন না দমে!
এদেশে পিতা-মাতা ঘরে নাস্তিক না পোষে,
দুর্দিনে সবাই স্রষ্টাকে ডাকে, রাখে আল্লাহ মারে কে!
বাঙালি কেন বার বার জিতে, জেনে নিও তবে।


বাঙালি একটি ফুলকে বাঁচাতে যুদ্ধ করে!
স্বদেশ বাঁচাতে বাঙালি সর্বস্ব উজাড়ে না ভাবে,
হুঁশিয়ার-সাবধান, সংযম হও শকুনি-হানাদার,
দেশ-ধর্ম নিয়ে ঘৃনিতো রাজনীতি বন্ধ করো এবার!