প্রিয়জন হলাম কবে?
প্রিয়তমাদের মনে আমার প্রয়োজন ফুরায় ক্ষনে ক্ষনে,
ভালোবাসায় সততা এখন শুধুই ফেসবুক স্ট্যাটাসে,
বাস্তবে চিরদিনের হাত আটকে রাখতে প্রিয়তমারা-
ভালো ক্যারিয়ারই খুঁজে শয়নে, স্বপনে, মনে, ধ্যানে।


সবার মতো কামের জ্বালা আমারও অন্তরে জ্বলে!
ঠক বাজ নারীদের বিপরীতে মামলা, মোকদ্দমার-
ফাইলের বিশাল গদি কেন শোভা পায় না জজের টেবিলে,
ধর্ষণের সর্বোচ্চ সাজা যদি হয় ফাঁসি!
আজীবন কুমারীত্ব টিকিয়ে রাখা হোক, ঠক বাজের শাস্তি!


শোনো যুবক-কিশোর, শোনো দিয়া কান আর মন,
ভালোবাসার কুয়াশায় আবেগের চাদরে প্রশান্তি না খুঁজে,
সঠিক সময়ে ক্যারিয়ার, ভবিষ্যৎ গড়ে তোলো তবে।
অন্যথা সন্ন্যাসী হয়ে সাবধান করে যাবে অন্যদের চিরকাল,
প্রিয়তমা তোমাকে ছুঁড়ে ফেলে যাওয়ার পরে।