রোদেলা রঙিন সকালের অপেক্ষায় সবাই
নতুন সূর্য সেদিন উঠবে,
ভাইরাসের কালো মেঘ ভাসবে না
ভয়, আতঙ্ক মন থেকে কেটে যাবে,
ফার্মেসিতে প্রতিষেধক মজুত থাকবে
মুখে মাস্ক পড়বে না, মাস্কের দাম কমবে
পকেটে স্যানেটাইজার শোভা পাবে না
করমর্দনে আপত্তি করবে না,
লকডাউন হবে না এলাকা
রেডজোনে পড়বে না কোনো শহর।


অলস শহর ব্যস্ত হবে স্কুল, কলেজ, অফিসের চাপে
বাতাস দূষিত হবে-
কলকারখানা, ইটের ভাটা, যানবাহনের ধোঁয়ায়।
রেললাইনের ধারে, ফুটপাতে আবর্জনার স্তূপ হবে
লোকাল পশুদের খাবারের আয়োজন বাড়বে,
রাজপথে আবার জ্যাম পড়বে
হর্নের শব্দে শহর মুখরিত হবে
সংবাদপত্র নিয়ে হকার এগিয়ে আসবে,
হেডলাইনে আক্রান্ত বা মৃত্যুর সংখ্যা থাকবে না
সন্ধ্যায় চা স্টলগুলোয় আবার আড্ডা জমবে
চা-সিগারেটের, বন্ধু-বান্ধব আর কলিগের মাঝে।