বিরাট ব্যস্ত লোক আমি
হন্যে হয়ে ছুটি সারাবেলা,
এ পাড়া থেকে ও পাড়া
সবাই আমায় নিয়ে করে আলোচনা।


জীবনের উদ্দেশ্য খুঁজে না পাই
লক্ষ্য নিয়ে আছে অনেক বিড়ম্বনা,
পড়াশোনায় একঘেয়েমি, তবু নিয়ম রক্ষা করি
এক কাজ হতে অন্য কাজ
সব কাজে হাত বুলাই, মন বসে না কিছুতে।


দ্বারস্থ হলাম কত ডাক্তার-কবিরাজের
সুরাহা মিললো না কারো দাওয়াইতে,
আপন-পর সবার ভবিষ্যদবাণী:
"কিছু হবে না আমায় দিয়ে,
অকাল-কুস্মান্ড, সংসারের বাড়তি বোঝা!"


তবু আছি অটল, দৃঢ় হয়ে
দিন শেষে নিজ প্রতিভার যদি সন্ধান মেলে,
জন্মেছি যার জন্য এই ভবে।


সুপ্ত, ঘুমন্ত, নিমজ্জিত ভাবে থাকো তুমি
তুমি থাকো আঁধারের ভিতর ঘন কুয়াশায় মিশে,
মুক্ত আকাশের মতো উন্মুক্ত হও না কেন!
সর্বক্ষণ দুঃখ, কষ্টের অনুরূপ চাপা থাকলে,
দুনিয়া আমাকে চিনবে কবে!