অচেনা অজানায়,
নিজেকে হারিয়ে ফেলেছি ।
গাং আর খাল ...
জলের ভেতর জল
বাষ্পজল।
অনেক ছিলাম ভাঁটার টানে,
চাচ্ছি মোহনা ।
হাতড়াবো, জল খাবো।
তবে ভাটার নোংরা টানে হাতড়ানো হলো না,
শুধু গিলেছি নোংরা জল
এখন মাটির দরকার, আকড়ে ধরেছি তা ।
মাটি পেলাম, শ্বাস ও নিলাম,
তবে নোংরা গন্ধ ভাসছে বাতাসে
আঁকড়ে আমার গা।
ফস ফস, ফস ফস ! জোয়ারের টান, শব্দ পাই ।
পাড় ... পাড়... কই পাড় ??
খুজলাম না,
চোখ বন্ধ করে তলিয়ে দিলাম জলে গা !
হাতড়াবো আজ ধরবো না কারো হাত ।
চেষ্টার রইলো না কোন শেষ
হাতড়ে হাতড়ে পাড়ি দিলাম অতল সমুদ্যুর ।
অবশেষে পেলাম ডাঙ্গা ।
মিটি মিটি হাসি হাসতে হাসতে চাইলাম সামনে
একি এতো মহাসমুদ্যুর !
নাই ভয়, হাতড় জানি,
শূন্যে ঝুলাই ঝুল ঝুলুনি,
তেলিয়া দিলাম নিজেরে জলে
ভয় নাই, দেবো পাড়ি
অতল মহাসমুদ্যুর ।