সে বার কবিতার জন্য দাড়ে দাড়ে ভিক্ষা চেয়েছিলাম। কবিতা সে যেন যুদ্ধ। অর্শ, হাতি, প্রকাত কান্ড, গুলি, বারুদ, সবি যেন এতে এটে দেয়া। একটি কবিতা যেন একটি যুদ্ধ। তাই তো নজরুলের কবিতায় শিউরে ঊঠে লোম, রবি ঠাকুরে ভিজে আখি তল।
কবিতা ও কবি, আমি ঢাল তুমি তলোয়ার ।