ভালোবাসি কবিতা,
ভালোলাগে কবিতা,
লিখে যাবো জনম ভরে
স্মৃতি তব নজরুল তরে।


এ বিদ্রোহী তব প্রতিচ্ছবি
বিদ্রোহীরা এসেছিল কন্ঠ ভরি,
      পাহাড় চঁন্দ্র ভেদিয়া
আসবে আসবে তব বিদ্রোহীরা।


এ গগন মেঘ যেন ভারী
হালকা হয় রৌদ্রের সারি
সারি নয়তো কালবেলা!
সাধকের গলায় অন্ধের মালা।


এ মালা থাকবে না 'ক 'সারা
ভাঙ্গবে শিকল খুলবো তালা
বিদ্রোহীরা আজ নব তারা
বন্দীদশায় কাটে বেলা।


ভাংগো ঐ জেলের তালা
যেথায় থাকুক অস্ত্রধারী
পাশান কুলী,ছিন্নছেড়া
  ওরে ও বিদ্রোহীরা!
ভয় কি তোমার,
জীবন যাবে পাষান ভেদে !
ভেংগে দেও জেলের তালা
রাজপথ তব রক্তের খেলা!
    প্রতিবাদ প্রতিরোধ
গড়ে তোল , গড়ে তোল
অন্যায়ের এই বিষের বিনা
বাজবে না, আর বাজবে না।