চাপায় পরে যাই মোরা দাদার কাছে পড়তে
আসল শিক্ষা ফুটে ওঠে বিদ্যালয়ের মাঝে
দাদার মাথায় বাবড়ি চুল, দেখতে লাগে ভালো
মেয়েরা বলে জলদি করে দাদার কাছে চলো।


৬০মিনিটের পড়ায় ৪০মিনিট হয় চাপা
কী শিক্ষা পাবে জাতী ভেবে দেখে ক্ষাপা!
পাশের দিনে, দাদার বাড়ি যায় রসগোল্লা
বিদ্যালয়ের লাইব্রেরীতে যায়নি বিস্কুটের টোল্লা।


তাই ক্ষাপা কবি ভেবে বলে,
দাদা তুমি যাও চাপা দিয়ে ,
আসল শিক্ষা দিছো ভুলিয়ে
আছি গো রাস্তায় দাঁড়িয়ে,
যদি না জোটে, চাকরির বোর্ডে ডাক!
পাবে না খুঁজে পালানোর কোন পথ।
'আভিযাত্রিক-২০২৪'