বলো ঈশ্বর কাহার মাঝে খুঁজি তোমায়
মৃদ পাথর আর ধ্রুব মূর্তির মাঝে তোমার দেখা নয়
আকাশ পানে চেয়ে থাকি দুটি চক্ষু মেলে
গগন থেকে বৃষ্টির ফোঁটা পরে দুনয়নে।


মেঘের গর্জনে কেঁপে উঠে ধরনীর পদতল
তবে কেন পৃথিবীর মানুষ করে নির্দয় অহংকার
কোথায় গেলে পাব তোমায় বলো হে ঈশ্বর?
কিসের মাঝে আছে তোমার জীবন্ত প্রাণ।


কত জাতি কত বিভেদ ডাকে তোমায় দিবারাত্রে
যার ডাক পছন্দ তব সাড়া দাও দিবালোকে
দেখিয়ে দাও তুমি মহান বিশ্ব তোমার সৃষ্টি
পরস্পর মোড়া রক্তের বাঁধন সত্যের দিকে দৃষ্টি।


যারা বানিয়েছে মানুষের মাঝে বিভেদ
তাদের কে নিন্দা জানিয়ে করিলাম নিষেধ
পাহাড় পর্বত ঘুরে এলাম ঈশ্বর তোমার খোঁজে
সাধকের হৃদয় বলে ঈশ্বর তোমার মাঝে।


অন্তর চক্ষু মেলি যখন ঈশ্বর তব সামনে
দুটি চক্ষু মেলি যখন এই ভবসংসারে,
মন্দির গির্জায় গেলাম ঈশ্বর তোমার খোঁজে
মসজিদের ইমাম কুরআন পরে সুরে সুরে।


সবার মাঝে তোমায় দেখি তব কাহারো মাঝে নাই
দিবানিশি তোমায় খুঁজি কোথায় গেলে পাই?
হে দয়াময় প্রভু সারা দাও তুমি ইচ্ছে রুপে
পৃথিবীকে দেখাও তুমি এক ঈশ্বর সাজে।।