লেগেছে ক্ষুধা খাবার কই
কইছিলাম পাক চড়ে দে
দুমুঠো ভাত বেড়ে দে
লেগেছে ক্ষুধা খাবার কই ।


শুনলি না রে, তরতরানি
ক্ষুধার জ্বালা সইলেনি
উঠার বেলা অস্তে ওঠে
পেটের পিড়া জেগে ওঠে
আর কত ধৈর্য উঠলে
খাবার দিবি পেটটি ভরে।


গল্প তুই রান্নার ছলে
ভুললি তুই কেমন করে
লেগেছে ক্ষুধা অনিক বলে
আজ যদি না জোটে ভাত
বাপের বাড়ি দিব পাঠিয়ে
বুঝবি তুই কেমনে কাটে রাত।