পরিনয়
এস এম অনিক হোসেন সাব্বির


সারে তিন হাত মাটির ঘর
যদি হয় তোমার শয়ং ঘর
মিছে মায়ায় কেন বাধো স্বার্থঘর
আপনকে  কেন পর এইজগৎঘর।


যেখানে কাটিয়াছে শৈশবের বেলাভূমি,


সেখানে আঁধার এনে করো‌ কালরাত্রি,


এটা যদি হয় তোমার নিতীরখেলা,


দিন শেষে শূন্য তুমি আঁধারে নিরালা ‌।।


তবে ভেঙে দেও অহংকার
খুলে  দাও তব মানবতার
হিন্দু বৌদ্ধ তব খ্রিস্টান
কেবলই তোমার মিছে ব্যবধান।