এই যে আমার সবুজ বাংলা
যেন শিল্পীর তুলিতে আঁকা
দেখলে আমার স্বদেশ ভূমি
বিদেশ বিভূঁই  লাগবে না আর দেখা।


প্রকৃতি তার আপন হাতের ছোয়ায়
সাজিয়েছে আমার সুন্দর দেশ
পৃথিবীর যেখানে থাকি না কেনো
এখানে এলে জুড়ায় দেহ,এখানে থাকি বেশ।


এই মাটিতে মায়ের হাতের পরশ
শীতল করে দেয় দেহ মন
সম্পর্কের নেই কোনো টানা পোড়ন
সহজে এ মাটি করে নেয় আপন।


এই মাটি যে রক্ত দিয়ে কেনা
বাঙ্গালীর কাছে সোনার চেয়ে দামী
জীবন দিয়ে রাখবো যে তার মান
এই যে আমার প্রিয় মাতৃভূমি।।