আকাশের চাঁদটাকে আমার
বড়ই হিংসে হয়
তার কলঙ্ক থাকলেও সারাজীবন
জ্যোস্না বিলিয়ে যাবে।
কিন্তুু মানবজাতি কয়েক দিনের
মুসাফির মাত্র।


ঐ বিশাল মহাসাগরকে দেখো
কি তা বিশালতা,অতল গভীরতা
যার কোনো কূল কিনারা নেই
নিঃশেষ হবার ও কোনো ভয় নেই।
কিন্তুু মনুষ্য জনম এক সময়
নিঃস্তব্দ হয়ে যাবে।


নদীকে আমার হিংসে হয়
কখনো শান্ত আবার কখনো উন্মাত্ত
একূল ভাঙ্গে তো ওকূল গড়ে
বয়ে যাচ্ছে নিরবধি
তার চলার পথ যেন শেষ হয় না
অথচ প্রানীকূলের দু’চার দিনের
আসা আর যাওয়া।


হিংসে হয় ঐ হিমালয় পর্বতকে
যুগের পর যুগ ঠাঁই দাড়িয়ে আছে
মাঝে মাঝে নিজের বিশালত্ব প্রকাশ করলেও
পৃথিবী থেকে বিলীন  হয়ে যায় না
আর মানুষকে একদিন না একদিন
পৃথিবী ছেড়ে যেতে হবে।