আকাশটা খুব বিষন্ন
কালো মেঘের ঘনঘটা
সাদা বকগুলো উড়ছে এলোমেলো
অস্থির যেন আজ মনটা।
                    
                 সে আসবে অনেক দিন পর
                 কিন্তুু প্রকৃতির এই করুন দশা
                 যখন তখন করবে কান্না
                 তার বুঝি হবে না আসা।


কখনো নামবে প্রবল বেগে
কখনো থমকে যাওয়া
কখনো ঝিরি ঝিরি বৃষ্টি হয়ে
কখনো মাতাল হাওয়া।


                 এমন তো চাই নি আমি
                 সে আসবে যে দিন
                 সারাটা আকাশ কালো করে
                 অন্ধকার করেছে জমিন।


দুপুর গড়িয়ে বিকাল হলো
তবুও তার দেখা নাই
এমনও বর্ষা বাদল দিনে
আসবে কি সেই?


                  ও বৃষ্টি তোমার কাছে মিনতি
                  একটু খানি নাও বিশ্রাম
                  আসতে দাও সেই তাকে
                  তারপর ঝড়ো অভিরাম।।