জীবনের হিসাব মিলাতে মিলাতে
মনের হিসাবটাই বেহিসাবী রয়ে গেলো
হাজারো বার মিলানোর চেষ্টা করে ও
হিসাবের খাতায় গড়মিল থেকেই গেলো।


মনের আশা মিটলো না,ভালোবাসা পাওয়া হলো না
নিরাশাই মনের ঘরে বসত গড়লো
বাস্তব জীবনের হাজারো ব্যস্ততার মাঝে
মনের ভিতর গভীর ক্ষতটা অনুভবই করা হলো না।


মনটা যেন পত্রহীন উদ্যান
রুক্ষ্ম, শুষ্ক,কর্কশ, নির্জীব,প্রানহীন
সতেজতা, সজীবতা আর কোনো দিনই ফিরে আসবে না
জীবনের নিয়মে এগিয়ে চলছে জীবন।


মাঝে মাঝে মনের ভিতর কষ্টের ঝড় ওঠে
হারানো তাকে ফিরে পাওয়ার জন্য
মনের হিসাবটা মিলিয়ে দেখি
সেখানে হিসাবের ফলাফলটা শূন্য।।