সূর্যের কি তেজ, লাগামহীন আলো
আয়নার প্রচলন যাবে যাবে. .  .  
মানুষ মুখ দেখতে পায় তার
আলোর দিকে চোখ পড়লেই।


আমি হেঁটে যাচ্ছি রাস্তা দিয়ে
দুশ্চিন্তা নিয়ে হাঁটতে মন চাই না একদম,
পুলসিরাত পার হব কেমনে ?


মানুষ আমারে অতিক্রম করে চলে যাচ্ছে,
কেউ কেউ আমার ঘাঁ ঘেঁষে চলে যাচ্ছে
মুখ দেখছি আমি মানুষের
যাদের মুখ দেখতে পারছি না, গালি দিচ্ছি
'ইঞ্জিন সন্ত্রাস' বলে, এত জোরে গাড়ি চালায়।


মানুষের ভেতর মানুষ খুঁজছি  চোখে পুলসিরাতের ক্লান্তি নিয়ে।