রাস্তার প্রতিটি দেয়ালে আজ ইনসাফ হারানোর বিজ্ঞাপন।
ল্যাম্পপোস্টের মত দাঁড়িয়ে আছি হারিয়ে আমার শেষ অবলম্বন।


আগে অবশ্য অনেকে ইনসাফ ধার চাইতো দিতাম না,
না করতে করতে আমার জিহ্বা এখন ক্লান্ত।
এখন না করার সাথে সাথে মুখ তিতা হয়ে যায়।


এইতো গতদিন এলাকার মেম্বার নিজে বাড়িতে এসে বলতাছে বাবা আমার ছেলের বৌ দেখতে যাব তোমার ইনসাফটা একদিনের জন্য ধার দাও।
না করার কোনো উপায় ছিলো না
মেম্বার মানুষ।


আজ দুদিন পর আমি আমার ইনসাফের জন্য উনার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি।
মানুষের ইনসাফ পুড়ে ছাই
তাতে আমার কিছু করার নাই।
দীর্ঘশ্বাসকে ঝাপ্টা মেরে ধরে বসে আছি
ইনসাফ পাওয়া মাএ একটা লম্বা দৌড়ের অপেক্ষায়।