শ্রী তুমি ঈশ্বরকে যতটা নির্দয় ভাবছো,
আসলে উনি কিন্তু ততটা নির্দয় নন।
উনি আমাদের প্রত্যেকবারই অপশন দিয়েছেন
হতে পারে বাঁচা আর মৃত্যুর মধ্যে অপশন
কিংবা প্রেমিকা আর মায়ের মধ্যে অপশন,
আমাদের কেবল প্রয়োজন বুঝে বেছে নিতে হয়…



আমাদের পাড়ার অপূর্বদা ,
দীর্ঘ্য দাম্পত্য জীবনে অনেক চিকিৎসার পর
প্রথমবার সন্তানের বাবা হওয়ার সম্ভাবনা এসেছিলো।
বাড়িতে প্রায় উৎসবের পরিবেশ,
অমিতা বৌদি সেদিন হাসপাতালে ভর্তি
আত্মীয়স্বজন বাড়ির লোকজন হাসপাতালে ভিড় জমিয়েছ,
তখন ওটি থেকে এক ডাক্তার আর নার্স বেরিয়ে এসে বললো-
সরি মিঃ বোস –
মা আর বেবী দুজনেই খুব ক্রিটিক্যাল অবস্থায়,
আপনাকে যে কোনো একজনকে বেছে নিতে হবে,
দুজনকে একসাথে বাঁচানো অসম্ভব ব্যাপার।
সেদিন ঈশ্বর ডাক্তার হয়ে অপূর্বদাকে দুটো অপশন দিয়েছিলেন;
খুব সহজ দুটো অপশন থেকে অপূর্বদাকে একজনকে বাছতে হয়েছিল …



ঠিক গতমাসেই তো, আমাদের অফিসের বাসটা এক্সিডেন্ট করলো;
আমার কলিগ বিকাশ তো ….
আর বাইশ জন জিওরড,
ড্রাইভার বিষ্ণুদা, গাঁয়ে পালিয়েছে;
তবে ঈশ্বর কিন্তু বিষ্ণুদাকেও দুটো অপশন দিতে ভোলেননি।
আমাদের বাস এর সামনে দুটো স্কুলের বাচ্চা রাস্তা পার হচ্ছিলো
আর সামনে থেকে এক দৈত্য, ট্রাক
বিষ্ণুদাকেও সেদিন সহজ একটা অপশন বাছতে হয়েছিল …



বাবা আর মা যখন তীব্র অশান্তির পর
ডিভোর্সের সিদ্ধান্ত নিলো,
ঈশ্বর সেদিন বিচারকের ছদ্মবেশে
গৌরবের কাছে জানতে চেয়েছিলো,
‘তুমি কার কাছে থাকতে চাও খোকা ?
বাবা না মা?’
ঈশ্বর সেদিন খুব সস্তা দুটো অপশন দিয়েছিলেন গৌরবকে…
খুব সস্তা অপশন …



বছর কয়েক আগে মায়ের সাথে বৌদির প্রচন্ড ঝামেলা হলো
বৌদি আমাদের বাড়ি ছেড়ে বাপের বাড়ি যাবে ঠিক করে নিল।
ঈশ্বর সেদিন বৌদির রূপ ধারণ করে দাদাকে বলেছিলেন,
তুমি এই বাড়ি ছাড়বে নাকি আমাকে ছাড়বে?
খুব সহজ চেনা দুটো অপশন থেকে
দাদাকে বেছে নিতে হয়েছিল একটা ..



ক্লাস টুয়েলভে দ্বিতীয় বার ফেল করার পর
ঈশ্বর সেদিন বাবা সেজে আবীরকে বলেছিলেন,
তোমাকে হয় এই টুং টাং গিটার ছাড়তে হবে
নাহয় এই বাড়ি ছাড়তে হবে-
বোলো কি ছাড়বে ?
বড্ডো সহজ দুটি অপশন থেকে
আবীরকেও সেদিন একটা অপশন বেছে নিতে হয়েছিল…



শ্রী, ঈশ্বর মোটেই নির্দয় নন,
তিনি সবাইকেই সহজ দুটো অপশন দিয়েছেন,
আমাদের যে কোনো একটা বেছে নিতে হয়।
তোমার বাবা যখন তোমায় অপশন দিলেন,
আমি না ওই লম্পট ছেলেটা…
তোমাকেও একটা অপশন বেছে নিতে হবে শ্রী…
খুব সহজ দুটো অপশন…


তুমি সুখী হওয়ার জন্যে বেছে নাও সংসার
আর আমি নাহয় আত্মরক্ষার জন্য কবিতা বেছে নিলাম…
নাহ্…
কবিতা ছাড়া ঈশ্বর আমায় আর কোনো অপশন দ্যাননি শ্রী,
আমায় আর কোনো অপশনই দ্যাননি…।