তুমি যে আমাকে বলো লিখতে কবিতা
আমি বুঝি কবিতা মানে যে কত গভীরতা,
জানি কবিতা লিখতে নেই ভাবনার শেষ
আমার ভাবনা জুড়ে তুমি,
নেই কবিতার রেশ


আজ তোমাকে ভালোবেসে,
যা কিছু মনে আসে,
খাতার পাতায় তাই, লিখে রেখে যাই
কিছু শব্দের আনাগোনা হয়না তো শেষ
আমি তোমাতে বিভোর,
নেই কবিতার রেশ


আমি তোমার চোখেতে খুজি শব্দ যত
ব্যাকরণ ভুলে যাই, চোখে নিজেকে হারাই,
শব্দচয়নে করি ভুল যে কত
শব্দের সাথে আমি দ্বন্দ্ব করে,
ছন্দ খুজে বেড়াই তোমার নূপুরে,
তাই লেখার মাঝেতে নেই ছন্দের সাজ
নেই শব্দের গভীরতা, নেই কারুকাজ
যা কিছু আছে তা শুধু ধ্বংসাবশেষ
আমি মগ্ন তোমাতে,
নেই কবিতার রেশ।