আমি অনেক কিছুই বলতে চাই, যা আসে না মুখে
আমি ভোরের হাটে সুখ বিকিয়ে, দিন কাটাই দুখে
রাতের বেলা অন্ধ আমি, চোখ বুজলেই ভোর
স্বপ্ন আমি দেখতে পাই না, দুঃখ স্বপ্নচোর
ভোরের আলোয় সুখের দেখা
জমিয়ে সেটাই বিকিয়ে রোজ
দুঃখ দিয়েই আমার লেখা
তাইতো করি দুখের খোজ।
সুখে আমার কালির অভাব,
দুখে কালি অশ্রুজল,
ঠোটের মাঝের শুষ্কতা নয়,
সিক্ত চোখেই রই সচল।