একঃ-

রাতেরঘরে অমাবশ্যা,নিটুট আধারে খেলে যায় তিনতাস|
অনৈতিক আচ্ছাদনে বেচেখায় বিশ্বাস,মদির চুমুকে|

হারে জীবন তিনটেক্কার বাজী ।

দুইঃ-

বাধ ভেঙ্গে যায়,সাধ ভেঙ্গে যায়
ঢেউ তোলে দে-দোল দোল।
বুকের মাঝে কান্না শুনি
পাজর ভাঙ্গার বাজনা মাদল।

তিনঃ-

তবু বেচে থাক ভালবাসা অবাধ্যের দেয়ালে,
উড়োহাস,বুনোহাতি জলভাঙ্গে-
প্রেমহীন জলকেলী খেয়ালে।

মানুষ নাহলেও ক্ষতিনেই-
     জল শ্যাওলা হই।