অতঃপর চেয়ে থাকে পথ
খোঁজে পথিক;যদি দেখা পাই-

জীবন প্রেমের কাব্যে হবে;অবগাহন,
মেঘজলে; ভেজা মাটির নাব্যতায়|

থাক না তোরা;
শেষ হলো আমার রোদপোড়া-
জল ভেজাও|
আমিহীন বেঁচে থাক অধ্যায়,বসন্ত খেয়ালে|

জলশুষ্কতার অসুখে
আমি প্রান্তের দাগ ছুঁয়েছি|.