খুব উর্বর কোষগুলি অন্ধকারের সাথে গর্ভধারন করছে।
সাম্প্রতিক গবেষনাতত্বে আইনস্টাইনের কোষতত্ব এরুপ।

দীর্ঘ রাত খোঁজা নিউরন এখন স্ব-পরাগায়নে পিটুইটরির সাথে সন্ধি স্বাক্ষর করে।
নিশ্চুপ দর্শক সারিতে এক বাউল একতারা হাতে রোদ পোহানোয় ব্যাস্ত,
বিষাদের চোখে রাত্রি জাগা কাজল।

শুন্যতারা দীর্ঘশ্বাস গবেষনা আর বাতাসের কম্পন মাত্রায় শব্দের স্পর্শকাতরতা বিশ্লেষন করে,
একাকীত্বরা কাব্যের কাছে পরাজিত।

আসলে এ গল্পটা এ রকমই - আগেই জানা।
রাত্রির কোলে সকাল ঘুমানো,
উষ্ঞতার কাছে শীতরাত্রির বস্ত্র হরনের শেষে
উদোম শরীরে শিশিরে উল্কি আকার্ সেই আদিম গল্পের মতো,

মিছিল শেষে স্বর ভাঙ্গার গান শোনা।