থকথকে দুথোকা মাংস;পুঁজি বাজারে|
হৃৎপিণ্ড ভালবাসার জমাট কুঠে;
প্রজাপতির রং ধরে আঁকা দেয়াল চিত্র।


এটা কিডনি; খোলা বাজারে স্বপ্ন কেনার পুঁজি|


কি অদ্ভুতুড়ে তাইনা-
লাভার আলোক ছটায় ঝলসে ভুত হয়েছি সেই কবে-
হে ভিসুভিয়াস!
পম্পেই তোমার কাঁদছে আজও -
হয়না বদল কিছুই যে, কোন বিনিময়ে
আমিই একমাত্র বসতি তোমার।


আর একবার স্রোতি লাভা দাও ঝলকে,
ঝলসে যাক আরো কেউ -
বদল হয় যেন দোতারা আমার,
লৌকিক-- আলোক ছটায়।


পুড়ে যাক দুথোকা মাংসপিণ্ডের দম্ভ।
বিনিময়ে এই খোলা বাজার।