জল ঝরছে বুধের চোখে
বিষ্ষ্যুদেরও বুঝি মন খারাপ খুব?
উল্কা এসেছিল ঘরে?

জন্ম লগ্নের সেই উচ্চসিত কল্লোলতা
আজ বিরহী পাদটিকা-
শুধু জন্মেই কান্নার অস্থির্ বসন
কেমনে স্থায়ী গেরুয়া হয়ে গেল
জড়ূল চিহ্ন ধরে,
বোঝার আগেই অলক্ষীর টিপ
সেঁঠে গেল চাঁদ টিকার মতো।

তবুও এতটুকূ শান্তনা -
এখনো গ্রহন লাগেনি পাশের বসত ভিটেয়।
যতই হোক চৌদ্দপুরুষ জন্মেছে বলে কথা।

তারাদের ঝাউবনে কাল নাকি মিছিল-
কারফিউ জারী করেছে গ্রহরাজ।
বিক্ষোভ হলেই নাকি আত্মহুতি,
ও গ্রহের পানকৌড়ির।
আর মানুষ এলিয়েন গুলো ফটাফট বূকপকেটে।
তবুও তো বলতে পারবে
চুপচাপ শুয়ে আছে।
এখন এঁটো দেহে হাড্ডিসার বেঁচে থাকা-
আদর লালনে।
সময়ের সূতো গড়ে জমা হয় আরো কিছু
অবহেলার প্রলাপ,
আরো দীঘল হয়-মন খারাপের রাত।

আরো কত দীর্ঘতা চাও বলো?
31-12-2014