গ্রহন লেগেছে....
কোমল রাতে।
ঘেরা কুয়াশা--
পুড়ায় পৌরানিক গিরি।
ভেজা শিশিরে-
ঘাসের মাস্তুল- মাটির মায়া ভোলে ।
ভেঙ্গে যায় তাম্র অনুশাষন-
আনার কলির প্রহ্লদিত রাত
সহসা ঘোর লাগে।
তখনও বুঝতেই পারেনা সূর্য
তাকে ছেড়ে চাঁদ কেন পৃথিবীর বলয়ে।

বাতাস দোলখায়- ঈশ্বরের দোলনায়,
তারই ছোঁয়ায় ঢেউ জাগে-
আদিম সময় ধরে কান্নার নোনাজল-
বুকের সমুদ্রে,
বেশ বড়োসড়ো একটা দীর্ঘশ্বাসে।

তবু আকাশটা দেখ কতটা অস্থির
অবলীলায় প্রজনন খোঁজে দিগন্তে-
এতটুকু অনুশোচনা নেই।

রাতের আবিরতা নেই-
সময় ও বিবর্তনের গুহায়....গুটিসুটি
শুধু ইচ্ছে হাওয়ায় উড়ছে দীর্ঘশ্বাস,
আর আমার কূষ্টি আঁকা বিষুবের তার।