এট্টূ আগে নেমে গেলেন মস্ত বড় কবি
জানেন তিনি অনেক কিছু জানেন নাতো সবি।
গুরুজন তিনি অতি শ্রদ্ধা যে জানাই-
মন্দটূকু বাদ থাকুক আর আশির্বাদ এ মাথায়।
এবার আমি ছন্দ সুরে অন্য কথায় আসি
মানবতার মন্ত্রের গান সাম্যবাদ নয় বাসি।
নজরুলের নাম শুনেছিস?সাম্যবাদের কবি
মানবতার গান গেয়েছেন বিশ্ব কবি রবি।
কেমনে তুই বলিস অঘা,মানবতা মানধাত্তা
মনটা তোর বেজায় কুটিল,বুঝবি কি তার বারতা?

দোহারী বাজাও তো ঢোল
খূড়ো আমার গান গেয়েছে -
বাধায় শুধু গোল।
ও তার মাথায় গন্ডগোল।

পানের সাথে চুন টি খাইলে-গালটি হয় লাল
চুনের মাত্রা বেশি হলে - পুড়ে তস্যা গাল

আর তখন-- ও দোহারী--
খুড়ো বাধাসনে-বাধাসনে -বাধাসনে গোলমাল
পানের সাথে চুনটি খেয়ে পুড়েছে তোর গাল।

মন্দ কথায়- নির্বোধ মাথায়- পাতিস কথার ফাঁদ
কারেন্ট জাল পেতে তুই পাস যে মাছের স্বাদ
দুধের স্বাদ মদে মিটাস- জ্বলা ঢেকুর তোল
জংলি কুমির ডাঙ্গায় এসে- তুলছে ধুয়োর বোল।

ও দোহারী-
ও খূড়ো...., পুড়ে গেছে গাল,
বিছ্যূট পাতার ঘসা খাইলে
উঠে যাবে ছাল।
ও খুড়ো...,.. গোলমাল।
ও তোর মাথায় গন্ডগোল।।