ইতিউঁতি হাতড়ে ফিরি-পাইনা কোনো খোঁজ
নিত্য বুকে যতনে এঁকে স্বপনে দেখি রোজ।
মনটা উদাস হাহুতাস খুঁজিস কেন তারে?
বোধের উৎসে কানপেতে দেখ আছে অন্তরে।
অযথা তুই অন্য কোথাও খুঁজিস কেন পথে?
খুব চেনা, তুই যে তারও মূল্যবোধের রথে।।


( আলোচকের পদধ্বনি হোক- গঠন মুলক আলোচনায় )