মেঘ আর সূর্যের বেশ কাটছিল লুকোচুরি খেলে-
দুষ্টমি,হাসি,দুরন্তপনার পালাবদলে।
হিংসে হলো-
গর্জে উঠল বজ্র - বাতাস ও হিসহিসিয়ে।

চলে গেল মেঘ-
গায়ে গাঢ় কালো রঙমেখে-
মন খারাপের দলে।
সুর্যও গোমড়া মুখো- বিজলীর ঝলকানিতে।

আর দেখ- কিভাবে পুড়ে গ্যাছে মাথাটা,
মুখে হাসিঝরা খেঁজুর চারাটার।
বজ্রের ঘায়ে জল ও শুকিয়েছে তার চোখে।

তবু আজ ও আকাশে -
সুর্য আর মেঘের আড়িকাটা,দুষ্টমি-
বন্ধুত্বের সব চিহ্ন একেঁই রঙধনু-
আর চাঁদের গালে ভালবাসার টোল।