বিচ্ছ্যুরিত আলোক ছটায় মুক্ত সমতল-
দ্রাঘিমা আর বিষুবের তারে স্পন্দিত তড়িৎ
বিকিরন বিলাসে আয়েসী ঢেকুর তোলে-
ভেঙ্গেই গেছে বিন্দু-
ই ইকল্টূ এম সি স্কোয়ার এর সুত্র ধরে।

অতঃপর বন্দি হয় শেষ বিকাল-
রাতের আধার আর কতক তালুর রেখা,
যোজিত সমীকরনে।

বেড়ে যায় দ্যূতি -
রেখার টান বিন্যাসিত সে আলোয়।
ছুঁয়ে যায় কলম গতির পাহাড়,
ত্রিকোনমিতি- বোধের বর্গক্ষেত্র।

অবাক হয়ে দেখি সুর্যও হাসছে মৃদু-
উদ্বেলিত গঙ্গায় ঢেউয়ের মিছিলে
সর্বাগ্রে মুঠো হাত তার।
ভুতল থেকে উর্ধ মুখর স্লোগানে
সে আলোক ছটার ইস্তেহার-

বন্ধ করো কাল কালির আঁকড়
মুক্ত অবক্ষয়-
বোধের মন্ত্রে দীপ্ত মেধা -
আলোর সলোক মানবতায়।

ঢেউয়ের মিছিল- পদ্মা,গঙ্গায়.,...

10:01:2015
কপিরাইট- ওনীল ওসমান সিমন।