ফেরীপার হয় সোডিয়াম জোনাকি,
কুয়াশা ধর্ষিত
পদ্মার রাত।

কাঁদছে মেঠোসুর- ভুলে ভাটিয়ালী, অন্তরা আজ অন্তঃসার।
ধর্ষিতের নখর চিহ্নধরে পদ্মার চর।
বুকে দীর্ঘশ্বাস ধরে গঙ্গা,
হায় প্রেয়সি আমার।

জেলেদের বাড়ীতে অপুষ্ট্ কৃষ্ঞ, শুকনো আহলাদে কীর্তন,পাঠাবলী ভোজন।
খন্ডিত খড়গ ধরে গেছে জং করুন অবহেলায়।
থেমেছে পূজা;ঢা-কুর-কুর ঢোল।

যোগ আসনে কাপালিক-
অমাবতী কৃষ্ঞপক্ষে-
পাঠাবলী চায় পূজা; পাঠাবলী,
তূষ্ট খন্ডারিণী- দেবী মাতাকালী।