ঠোঁটের ডগায় বেড়ে যায় স্মিত রেখার টান।
ঝুলেও থাকে কতক সময়-
নির্পলক দৃষ্টি সুতোয় আটকে থাকে অহেতুক
গোয়ার্তুমি,
নির্বোধ বিড়ম্বনার ভাজে।

পেছন ফিরে তাকাই-নির্জলা সত্যি,
কি করে বুঝাই বলো-
বারবার বলেছে সে অপর্যাপ্ত স্মৃতি তার-

একরোখা হয়ে যায়-একটু আগেই তো গড়গড় করে উগরে দিলে উমারের খেলাফত,
বীরাঙ্গনা সাখিনা- খাওলা ,
আর হারুনের হাজার রাত্রির গপ্পের আদ্যপান্ত।
এসব জলজ মিথ্যে- সহ্য হয়না জলঘরের
মিথুনের জল ঘরে জন্মেছি বোলে-
অতিইন্দ্রীয় সত্বার টানটা বেশ জেনেছি,
এতোটা জানি-
কন্যাকুমারীর সাথে বৃশ্চিক,মকর
আর তুলার সম্পর্ক কতটা নড়বড়ে।
বলতে পার জলঘরে কোয়ান্টাম শক্তির বলয় তীক্ষ বোলে;মায়ের প্রতিটা সুখ-অসুখ মনইথারে স্পন্দনের কম্পন আনে।

তোমাদের বর্নমালার অন্তরীক্ষ জানে-
এ মন সহজ সমতল-
মিথুনের জলঘরে জন্ম বোলেই......
বাঁচি বোধের রেখা ছুঁয়ে।

১৩-জানূ
কপিরাইট -সিমন।