বাজছে একতারা--কাঁদছে অন্তরা,
অবিরাম ঝংকারে,তৃষিত নব্য বাউল
জিন্স-শার্ট রেললাইনের ধারে।
ভোলেনি আঁখড়া;বাউল অন্তর তার;
গেয়ে যায় গান-
বিরোহী একতারার সুরে।

কি চায় বাউল?বৈষ্ঞবী? খৈয়াম?
নাকি অন্তরার অবিচ্ছেদ্য মৌলের টান?

খুব জানি - কাঁদছে একতারা;
রাবন বধিতে চাহিছে বীর হনুমান।
আর গাজ্জালী,ইকবালের অতৃপ্ত তৃষার নিবৃতির অমিয় পান-
একগ্লাস ধূসর আলো ছুঁয়ে-
টান খাওয়া ঠোঁটের প্রান্তর।

আমিও তোমারই মতো আরেক যাযাবর
অতূপ্ত বাসনায় চৌফাটা অন্তর।
বৈকুণ্ঠের সিদ্ধ রসে--
কিছুটাও তো সিক্ত হোক।
বোধের মন্ত্র পুষে- ব্যাধি এ মতান্তর।