আটকুঁড়ে কষ্টগুলো খেলাকরে বুকে,
ভেঙ্গে সুখের সীমানা-
অবিরাম রং পাল্টে ফিঙে হয়
আর আমি ছুঁয়ে যায় ঘোরের টিকালো মুখ।

তুমি বোলতেই পার কড়িকাঠের উ্রই,বুনো বেবুন,
অথবা পাতাঝরে ন্যুয়ে পড়া বনসাঁই,চালশে,  যা ইচ্ছে--
শুধু বলোনা মায়ের হাতের নকশী কাঁথাটার কোন রঙ ছিলনা।
তুমিতো জান;কত যত্নে ছুঁয়েছিল নকশি প্রথম সকাল।
এতটুকু অবহেলাও সহ্য করেনি রোদ।

তার চেয়ে বরং ভুঁইফোড় স্বপ্নগুলো
আমি কষ্ট করেই সেলাই করে নেবো।

তবুও বলতে পারি -
এই আমার নীল দংশন
অন্তরীনে ঠাসা একগ্লাস মোদক,
চুমুকে চুমুকে জলগঙ্গা-
ছিঁড়ে যায় কাঞ্চন জংঘার আঁচল,

অতঃপর পৌছে যায় অষ্টমার্গের চূঁড়ায়।