বাক্য ধরেই হাটছি-
শব্দের উল্কাপাতে অথৈ গহব্বর-
কমা ধরেই ঝুলে পড়ি,
ওপারে শব্দের লালপেড়ে শাড়ী,
পূর্ণচ্ছেদ।

ইচ্ছে হয় ঝুল লাফে দিই পাড়ী
আঁকি হাইফেন-
ওয়ান,
টু,
থ্রি,
..........
অসম স্পেস-
শুন্য
অতঃপর ঝুলে থাকা--
আমি ঝুলে থাকি..... ঝুলে থাকি....
শব্দ...
বাক্য ....
কমা.....
স্পেস... আরো আরো....
শুন্য ....পূণঃচ্ছেদ- পুণঃচ্ছেদই .... আমি শব্দের কোমায় ঝুলে থাকি।

চূপ! হতচ্ছাড়ী তুই যে আমার প্রশ্নবোধক।