নির্বাক হয়ে যায়-
শব্দগুলো আজকাল অনন্তের সুরতোলে,
তোমার লাল টিঁপের ব্যন্জনায়।

স্পর্শ করতে গিয়েও,ইতস্তে হাত ফেরাই,
আবার- আবার...,

ছুঁয়ে দিই,তুমিও।
আমি গন্ধ শুকি....
তুমি ছুঁয়ে থাক।

নাহ তাও না-
ঝিম বসে চুপ-

অতঃপর হাতবুলায় শব্দের শরীরে
যতটা পারি সব মমত্মের আদরে-

আমার ভালবাসা ছুটছে তোমার লাল পাহাড়ের পিছু-
পারলে একটু ছুঁইতে দিও।