অবগুণ্ঠনে ঢাকেনা সম্ভ্রম- বোধের পর্দা খুলে।
মাস্তুল ভাঙ্গা নাও চলেনা স্রোতহীনে পালতুলে।

আমার হাতের মুঠোই ঈশ্বর,
তাকিয়ে থাকে বিস্ময়- অলীক যোজনে।
পশ্চাদ দেশে বুনি বাবুই বাসা,
ঠিকঠাক গিলে খায় অমৃত যা-
শ্যাওলা ফুল আর ঘাসপোড়া ছাই।

এবার গল্পের পর্ব ভেঙ্গেই লিখবো পদ্য,
পদ্যটা জুতসই হলেই হয়ে যাব অমর।
অমরত্মের ঈশ্বরের জলচৌকির আহ্লাদ,
বোধের গুণ্ঠন টেনেই আমি ঈশ্বর হয়ে উঠি।

অবলীলায় বলতে পারি-
এই নে স্লোগান - শ্লোক নয়।

রচনা ২৪.১.১৫ রাত ৮.২০ ।
স্বত্ব-সিমন।