আমি পুনঃজন্ম হই-
পুড়ে যাওয়া নিশ্বাস আর বিহ্বল ত্বকের কোষের ভাজে।

বুঝতেই পারেনা দিগন্ত;তারও প্রান্ত আছে-
ইচ্ছে করলেই আমিও ছুঁয়ে যেতে পারি
তার প্রান্ত।
আমার বির্যে নিষিক্ত হতে পারে কৌমার্য কোণ তার।
কিসের এতো খুঁতখুঁতে গন্ধ শোকা পাহাড়ের, সেই কবেই তো জন্ম হয়েছে শতেক মুন্ডু কিলিমানজারো।

খুব অহংকার পাহাড়ের-উচু মাথা নিয়ে,
জানতেই পারেনি সে-
কখন শিশির জমে মুড়ে দিয়েছে মাথাটা,
আর হিমবাহ ধুঁয়ে দিয়েছে অহংকার তার,
গোটা নুড়িই যেন শেষ যতিচিহ্ন।

আমার চারপাশে আজ অবোধ বিকেল,
নিয়ত শুনি পোড়ামুখি-
ভেসে যায় রাজপথ -অঢেল বির্যপাত
বিষাক্ত নিশ্বাস,নোনা ঘাম।
আমি কাঁদতে ভুলে যায়,
আঁকড়ে ধরি হাতের কাস্তে-গাইতি,
তোড় আসে সমুদ্রে।
আমি পূনঃজন্ম হই।